ঢাকা: আজ পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশে আনন্দ উৎসবের সাথে পালিত হচ্ছে ঈদ।
পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে ঢাকায় জাতীয় ঈদগাহে। এ ছাড়া ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাতের আয়োজন করা হয়।
ঈদ উপলক্ষে আজ শনিবার (৭ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
এসময় তাঁরা ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। ছবিও তোলেন।
এদিকে, দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
ছবিগুলোতে হাস্যোজ্জ্বল পরিবেশে কোলাকুলি এবং শুভেচ্ছা বিনিময়ের মুহূর্ত ধরা পড়েছে।
ঈদকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধান উপদেষ্টার সঙ্গে নিয়মিত সৌজন্য সাক্ষাৎ করে থাকেন।
এবারের ঈদ অন্যরকম। অন্তর্বর্তী সরকারের আমলের ঈদ।
চরম বিশৃঙ্খলায় এবারের কোরবানির ঈদ ,জনগণের দুর্ভোগ দেখার কেউ নেই, সরকার দায় নিচ্ছে না।
রাজধানী থেকে গ্রাম সর্বত্র চলছে চরম বিশৃঙ্খলা, ভোগান্তি আর অনিরাপত্তা। কোথাও কোনো শৃঙ্খলা নেই, নেই তদারকি বা কার্যকর পদক্ষেপ।
এদিকে, শহরের গরুর হাটে চাঁদাবাজদের দাপট, হাটের নিয়ন্ত্রণহীনতা আর হকার-অভ্যুত্থানে ঢাকার সড়ক রীতিমতো অচল।