ঢাকা: মালয়েশিয়ায় ফের গ্রেপ্তার বাংলাদেশি। ৩০০ র বেশি বাংলাদেশিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগেও বহু বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া। তাছাড়া এই বাংলাদেশিরা শ্রমিকের নামে সে দেশে গিয়ে জঙ্গী কারবারে জড়িয়ে পড়ে বিভিন্ন অপকর্ম করে। পাকিস্তানের আইসিসের সাথে জড়িয়ে তথ্য পাচারসহ আরো বিভিন্ন ধরনের জঙ্গী কর্মকাণ্ড করে।

এবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বড়সড় অভিযান চালিয়েছে অভিবাসন বিভাগ।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে চালানো এই অভিযানে ৩৯৬ বাংলাদেশিসহ ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির গণমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর বুকিত বিনতাং এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়।

এরা পালানোর চেষ্টাও করে। তবে সারতে পারেনি। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের শত শত অভিবাসী টেবিলের নিচে লুকিয়ে, দোকানের ভেতরে আশ্রয় নিয়ে কিংবা ছাদে উঠে পালানোর ব্যর্থ চেষ্টা করেন। মাত্র দুই ঘণ্টার অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৭৭০ জনকে।

ইমিগ্রেশন এনফোর্সমেন্টের পরিচালক বসরি ওসমান জানান, গ্রেপ্তারদের মধ্যে ২ নারীসহ ৩৯৬ জন বাংলাদেশি নাগরিক।

বাকিদের মধ্যে মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়ার নাগরিকরাও আছে।তবে সবচেয়ে বেশি বাংলাদেশের।

জানা যাচ্ছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা বেশির ভাগই অনুমতির অতিরিক্ত সময় ধরে থাকা, বৈধ পরিচয়পত্র বহন না করা এবং অনুমতি ছাড়া কাজ করার মতো অপরাধে জড়িত ছিলো। এরা ভিন দেশে যায় কিন্তু সেই দেশের নিয়ম কানুন মানতে চায় না। এইভাবে কোনো দেশ এদের অনুমতি দেবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *