ঢাকা: সারা বাংলাদেশে জঙ্গীদের অবাধ বিচরণ হয়েছে। কারাগার থেকে মুক্ত দাগী দাগী আসামি! আর এদিকে কারাগার ভর্তি হয়ে যাচ্ছে আওয়ামী লীগে, হিন্দুতে।
ড.ইউনুস একটি বৈধ সরকারকে চক্রান্তের মাধ্যমে উৎখাত করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন। এবং বাংলাদেশকে আজ ধ্বংষের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন।
বলা হচ্ছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরো ১ হাজার১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এবং অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪৮৩ জন।
অন্তর্বর্তী সরকার তো বলেই দিয়েছে বাংলাদেশে কোনো জঙ্গী নেই। ইউনূস গং জঙ্গী স্বীকার করে না।
জেলে তো জঙ্গীদের থাকার কথা? আওয়ামী লীগের নয়, হিন্দুদের নয়। তাহলে ভুয়া মামলা দিয়ে কেন গ্রেপ্তারি চলছে? প্রশ্ন জনগণের।
আসলে বাংলাদেশে ইউনূসের কালে আসল জঙ্গীরা খোরা আকাশের নিচে ঘুরছে, আর জেলে যাচ্ছে দেশে সঠিক পথ দেখানো কাণ্ডারীরা।
সোমবার (৭ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৮৩ জন।
মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৫০১ জনকে।
এই তথ্যে কতজন আওয়ামী লীগ, কতজন হিন্দু আর কতজন সত্যিকারের জঙ্গী তা বলা হয়নি।