ঢাকা: মিয়ানমারকেন্দ্রিক রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আদালত পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী জানিয়েছেন, ২০২০ সালের রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর ফোর-মার্ডারের মামলায় এজাহারভুক্ত আসামি আরসাপ্রধান আতাউল্লাহ জুনুনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

আদালতে আদেশ শেষ হবার পর তাকে আবার কক্সবাজার কারাগারে নিয়ে যাওয়া হয়।

রোহিঙ্গাদের সাথে আওয়ামীলীগ যেভাবে ডিল করেছিল ক্যারট এন্ড স্টিক পলিসিতে, শেখ হাসিনার পলিসি ছিলো ভিন্ন।

সেখানে মুহাম্মদ ইউনুস তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে বাংলাদেশকে যুদ্ধে জড়িয়ে দেবার পাপেট হয়ে এসেছেন।

আরসা মুখে যতই আদর্শের গল্প করুক, তারা রাখাইনকে অস্থিতিশীল অবস্থাতেই দেখতে চাইছে।

রোহিঙ্গারা গ্রেপ্তার হয়, তাদের আস্তানা থেকে উদ্ধার হয় অস্ত্রশস্ত্র ইত্যাদি। উখিয়া সহ গোটা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প এখন অস্ত্রের খোলা বাজার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *