সিলেট: বাংলাদেশ রেলওয়ে এখন একদম নষ্ট পর্যায়ে চলে গেছে। ইউনূস সরকার যেভাবে ঠেলে ঠেলে চলছে, সেভাবে চলছে রেল বিভাগ।

ট্রেনে উঠলেই জনমনে আতঙ্ক, এই হয়তো দুর্ঘটনা ঘটে! আর ঘটছেও। লাইনচ্যুতির ঘটনা তো কমন হয়ে গেছে। কিন্তু কোনো বার্তা পাওয়া যায় না রেল বিভাগের তরফ থেকে।

এইবার সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এই দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ, মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি মোগলাবাজার এলাকায় দুর্ঘটনার শিকার হয়।

সিলেট রেলওয়ে থানার ওসি আবুল কুদ্দুস বলেন, “উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *