মানিকগঞ্জ: বাউল শিল্পীদের ওপর হামলা এখন স্বাভাবিক বিষয়। জঙ্গীবাদের আমলে কোনো গান, শিল্পীর কদর নেই দেশে। এই দেশে এখন বন্দুকের কদর।
মানিকগঞ্জ চিরকালই আউলিয়া-দরবেশ এবং বাউল-ফকিরদের গভীর প্রেমময় বাণী ও সুরে সমৃদ্ধ। এখানে কখনোই উগ্রপন্থীরা স্থান পায়নি।
সেই মানিকগঞ্জে বাউল জবাই করার স্লোগান দিচ্ছে, মারছে- এরা কারা? আজকে গ্রেফতারকৃত মরমী শিল্পী আবুল সরকারের ভক্তদের ওপর হামলা চালিয়েছে কারা?
নির্বাচনকে সামনে রেখে জামায়াত-হেফাজত কি একটা দাঙ্গা লাগানোর জন্য মরিয়া হয়ে উঠেছে?
এ ঘটনায় বাউলশিল্পী আলীম, আরিফুল ও জহিরুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের স্টেডিয়াম এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবুল সরকারের মুক্তির দাবিতে সকালে শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম সংলগ্ন এলাকায় জড়ো হয়েছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউলশিল্পীরা।
তাঁরা আবুল সরকারকে অন্যায়ভাবে কারাগারে পাঠানোর বিষয়ে প্রতিবাদ জানান।
এদিকে, আবুল সরকারের শাস্তির দাবিতে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘তৌহিদী জনতার’ ব্যানারে মিছিল বের হয়।
মিছিলটি ডিসি অফিস চত্বর এলাকায় এলে সেখান থেকে বাউলশিল্পীদের ওপর হামলা চালানো হয়। এই ঘটনা প্রমাণ করছে, ইউনূসের সরকার জঙ্গীবাদকে পুষে রেখেছে।
