ঢাকা: গণমাধ্যমের ওপর হামলা ও সরকারের নীরবতা! ৩৬ বছরের ইতিহাসে প্রথমবার বন্ধ ডেইলি স্টার, প্রথম আলো।

বাংলাদেশ নরককুণ্ডে পরিণত হয়েছে। প্রতিদিন নিজের রেকর্ড নিজেই ভাঙছে। জঙ্গীপনা দিনে দিনে বেড়েই চলেছে।

প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকার অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে গত রাতে।

মবের হাতে আক্রান্ত হয়েছেন নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর।

একের পর এক ঘটনা ঘটেছে রাতে। ময়মনসিংহে এক হিন্দু যুবককে ফাঁসির মতো ঝুলিয়ে দেওয়া হয়েছে গাছে। এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপর।

সেখানে গাদা-গাদা লোক দাঁড়িয়ে ভিডিও তুলছে, মহানন্দে ছড়িয়ে দিয়েছে সেই দৃশ্য।

এগুলো সরকারি মদতেই হচ্ছে। মব আর সরকার, দুইই চলেছে জামায়তের অঙ্গুলীনির্দেশে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পত্রিকা অফিসে হামলাকে পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা।

তিনি বলেন, এসব নাশকতা করে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথাগুলো বলেন।

অন্তর্বর্তী সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, আগে থেকেই চিহ্নিত জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করা উচিত ছিল।

বলেন, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সরকারের সাথে বিএনপি সমন্বয় করছে। নিরাপত্তার বিষয়ে সরকার সহযোগিতা করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *