গাইবান্ধা: গোবিন্দগঞ্জে আদিবাসীদের ওপর ভূমিদস্যুর হামলার ঘটনা সংঘটিত হয়েছে ফের।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে সাঁওতালদের ওপর হামলার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার ভাইদের বিরুদ্ধে।

ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে, গত ১৫ আগস্ট সাঁওতালরা তাদের একটি জমিতে ধান লাগাতে গেলে লাঠিসোঁটা দিয়ে হামলা করে রফিকুল চেয়ারম্যান ও তার সহযোগীরা।

ঐ ভূমিদস্যুর জমি নয় সেটা। তাদের নিজস্ব পৈতৃক জমিতে ধান রোপণের সময় সাঁওতাল জনগোষ্ঠীর ওপর ভূমিদস্যুদের সন্ত্রাসী হামলা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট শুক্রবার আনুমানিক বিকেল ৩টার দিকে শ্যামবালা হেমব্রম তার পৈতৃক জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন।

এ সময় ভূমিদস্যু রফিকুলের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র, লাঠিসোটা নিয়ে নিরীহ সাঁওতালদের ওপর আক্রমণ চালায়। এই ঘটনায় বিশ্বনাথ, শ্যামবালা, সৈলাস ও জয়ন্ত গুরুতর আহত হন।

আহতদের দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে গুরুতর আহত বিশ্বনাথকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এবং জানা যাচ্ছে, ঘটনার দুই দিন পর অর্থাৎ, ১৭ আগস্ট রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করা হয়।

তবে স্থানীয়দের অভিযোগ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল দায়েরকৃত এজাহারটি রেকর্ড করবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার চান, প্রশাসনের কাছে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভূমিদস্যু চক্রটি অবৈধভাবে জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

তবে খানিকটা জানা গিয়েছে, মামলার পর পুলিশ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে এবং উপজেলা বিএনপির সদস্যপদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *