ঢাকা: টাকার জন্য ‘জুলাই-স্মৃতি ফাউন্ডেশন’-এর অফিসেই হামলা!আহতরাই এবার তাণ্ডব চালালো! “কেউ খাবে, কেউ পাবে না –
তা হবে না! তা হবে না!”

টাকার জন্যে হয়েছিলো জঙ্গী হামলা! অংশ নিয়েছিলো লক্ষ লক্ষ জঙ্গী ছাত্র জনতার নামে।

তারপর কাজ যখন হাসিল, তখন ইউনূস, হাসনাত, সার্জিস কেউ আর তাদের চেনে না। কেউ পা হারিয়ে, কেউ হাত হারিয়ে , চোখ হারিয়ে পঙ্গু হয়ে পড়ে আছে।

এবার পঙ্গুহামলা হলো ফাউন্ডেশন অফিসে। জুলাই ফাউন্ডেশন কার্যালয় ভাঙচুর করেছে জুলাই আহতরা।

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল থেকে ভাঙচুর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তারা জোর করে অফিস কার্যালয় ঢুকে পড়ে সেখানে গ্লাস, দরজা ভাঙচুর করে। আর মুখে গালাগাল তো আছেই।

ছড়িয়ে পড়া ওই ভিডিওর নিচে মোহাম্মদ ফরকান জুয়েল নামে একজন লেখেন, তোদের নেতারা বিভিন্ন এলাকায় মিটিং-শোডাউন করে লাখ লাখ টাকা খরচ করে। তোরা তাদের মাথায় তৈল-দে।

আরেকজন লিখেন, আহারে তাইলে তো ব্যবসায় লাল বাতি জ্বলবে।

জুলাই আগস্ট যে নীলনকশা ছিলো, জঙ্গী আন্দোলন ছিলো এটা এখন সবার কাছেই পরিষ্কার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *