চট্টগ্রাম: এ যেন সেই জালিয়াতের যুগে চলে এসেছি আমরা। আবারো হিন্দু হত্যার ঘটনা বাংলাদেশে। সংখ্যালঘু হিন্দুদের জীবন এভাবেই ছিনিয়ে নিচ্ছে জঙ্গী, মৌলবাদী গোষ্ঠী।
মুহাম্মদ ইউনূসের ছড়ি ঘোরানোতে এই অপকর্মগুলো একের পর এক সংঘটিত হচ্ছে।
হঠাৎ নিখোঁজ হয়ে যান সন্তোষ নাথ (৩৫) নামের একজন সনাতনী ব্যক্তি। চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের ১১ দিন পর লেলাং খাল থেকে অটোরিকশাচালক সন্তোষ নাথের লাশ উদ্ধার করেছে পুলিশ।
অটোরিকশাচালকের হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২০ জুলাই) সকালে লেলাং ইউনিয়নের লাল পুল এলাকায় খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ফটিকছড়ি থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত সন্তোষ নাথ উপজেলার লেলাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীমন্ত মহাজনের বাড়ির পরিমল নাথের ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, মরদেহটির হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল এবং শরীরে পচন ধরে গিয়েছিলো।
সন্তোষ নাথ ৯ জুলাই সকালে ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। হঠাৎ করে গায়েব! পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান পাননি।
অবশেষে ১১ দিন পর পচাগলা দেহ উদ্ধার হয়েছে!
এখন ময়নাতদন্ত হলেও কোনো ভরসা নেই সনাতনীদের। রিপোর্টেও গণ্ডগোল কে দেয়া হতে পারে। এ যে হিন্দু হত্যা তা কোনোদিনই বলা হবে না! সনাতনীরা এইভাবেই শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশে। আর ইউনূস চেয়ারে বসে পা দোলাচ্ছেন।