নেত্রকোনা: ফের সড়ক দুর্ঘটনা নেত্রকোণায়।

নেত্রকোণার পূর্বধলায় একটি বালুবোঝাই ট্রাকে অটোরিকশার ধাক্কা লেগে বেঘোরে মারা গেলেন দুজন।

এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

উপজেলার নারান্দিয়া এলাকার নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার রাত ১১টার নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই মো. সবুজ মিয়া।

দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন তাঁরা হলেন- অটোরিকশার চালক ময়মনসিংহের চরকালীবাড়ি এলাকার মিয়া হোসেনের ছেলে মো. জলিল (৪৫) এবং নেত্রকোণার কালিয়াকোণা গ্রামের আব্দুল জলিলের ছেলে রুজেল মিয়া (৪৫)।

আহত তিনজন: জেলার আসদহাটি গ্রামের রেজিয়া আক্তার (৪৪), পসর আলীর ছেলে শহীদ মিয়া (৪৩) ও কালিয়াকোণা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে শোভা আক্তার (২২)।

ট্রাকটি পুলিশ আটক করলেও চালক পলাতক। তাঁর কোনো খোঁজ পায়নি পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *