ঢাকা: ১৩ নভেম্বরের লকডাউন সফল করেছে জনগণ। দেশবাসী আসলে প্রমাণ করে দিয়েছে তারা কাকে চায়, তারা কী চায়।

আওয়ামী লীগ বলছে, অবৈধ, দখলদার, ফ্যাসিস্ট, মাফিয়া সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

লকডাউনের পর এবার শাটডাউন ঘোষণা। আগামী ১৬ ও ১৭ নভেম্বর সারা দেশে ঘোষিত ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করার আহ্বান জানাচ্ছে আওয়ামী লীগ।

উল্লেখযোগ্য যে, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী ১৭ নভেম্বর সাজা ঘোষণা করবে জামাতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।

এই ট্রাইব্যুনালের ওপর আস্থা হারিয়েছে জনগণ। পুরোটাই চলছে জামাতি খেলা।

ওইদিন সোমবার এবং আগের দিন রবিবার বাংলাদেশ শাটডাউন করার ডাক দিল শেখ হাসিনার দল আওয়ামী লিগ।‌

একটি বিষয় উল্লেখ না করলেই নয়, বৃহস্পতিবার ঢাকায় যে লকডাউনের ডাক দেওয়া হয়েছিল তা শুধু রাজধানীতেই সীমাবদ্ধ থাকেনি। ‌গোটা বাংলাদেশ লকডাউনে সামিল হয়েছিল।

অথচ লকডাউনের ডাক ছিলো কেবল ঢাকায়।

শেখ হাসিনাকে সাজা দেওয়ার বেআইনি উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই মানুষ বাড়ি থেকে বের হননি।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তূজা মজুমদার ঘোষণা করেন শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে আগামী ১৭ নভেম্বর সোমবার সাজা ঘোষণা করা হবে। ‌

এই মামলায় বাংলাদেশ সরকারের আইনজীবী তথা চিফ প্রসিকিউটর তথা রাজাকার তাজুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছেন। ‌

এদিকে, আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি সফল ও সার্থক করায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে এক বিবৃতিতে শেখ হাসিনা সমগ্র দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *