ঢাকা: আওয়ামী লীগের মিছিল থেকে একজনকে গ্রেফতার করিয়ে দেওয়ার জন্য ৫০০০ টাকা করে ঘোষণা করেছিল ইউনূস প্রশাসন।
নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আওয়ামী লীগের ওপর। তারপরেও বুক ফুলিয়ে লড়াই করে যাচ্ছে আওয়ামী লীগ।
রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো আওয়ামী লীগের দখলে। আজ রাজধানীর প্রায় ২৫ টি এলাকায় একদিনেই একশোর মত মিছিল হয়েছে।
আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর খাঁড়ার ঘা নেমে আসছে।
জানা যাচ্ছে মঙ্গলবার (২১ অক্টোবর) এসব ঝটিকা মিছিলে অভিযান চালিয়ে ১৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
জানা গিয়েছে, কাউকে মিছিল থেকে, আবার কাউকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গ্রেফতার করা হয়েছে।
