খাগড়াছড়ি: ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে আইনহীনতা এবং নিজের হাতে আইন তুলে নেওয়ার বীভৎস চিত্র ফুটে উঠেছে।
কারাগারে মৃত্যুর হারও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে হেফাজতে ১০৭ জন বন্দির মৃত্যু হয়েছে, যা ২০২৪ সালের (৬৫ জন) তুলনায় প্রায় ৬৫ শতাংশ বেশি।
নিহতদের একটি বড় অংশ রাজনৈতিক বন্দি। ২০২৫ সালে আওয়ামী লীগের অন্তত ২৪ জন নেতা-কর্মী কারাগারে মারা গেছেন।
তাছাড়া চলছে আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তারি।
এই ঘটনাগুলো প্রমাণ করে যে, যথাযথ আইনি প্রক্রিয়া লঙ্ঘন করে নিরাপত্তা বাহিনীর সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারীরা এখনও অপশক্তি প্রয়োগ করে যাচ্ছেন।
এবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাইন্দং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে গ্রেফতার করেছে ইউনূসের পুলিশ।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার (৫ জানুয়ারি) তাঁকে আদালতে সোপর্দ করার কথা।
ভুয়া মামলায় এক একজনকে এভাবেই গ্রেপ্তার করা হচ্ছে।
তাজুল ইসলামের বিরুদ্ধে হামলা, ভাঙচুরসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।
