ঢাকা: ডক্টর ইউনূস যেখানেই পা রাখছেন সেখানেই তুমুল বিক্ষোভের মুখে পড়ছেন। বাংলাদেশিসহ প্রবাসিরা তাঁর বিরুদ্ধে স্লোগান তুলছে।

তাঁর স্বাগতম কোনো দেশেই ভালোভাবে হচ্ছে না। এবার প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ইতালিতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ হয়।

ইতালিতে বাংলাদেশের মানুষের গণজোয়ার, রোমে বিমানবন্দরে ইউনুসকে আপ‍্যায়ন করতে প্রস্তুত প্রবাসী ভাইয়েরা — ‘হটাও ইউনুস, বাঁচাও দেশ’ স্লোগানে মুখরিত প্রবাসী বাংলাদেশিরা।

এই সময় বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন ইটালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সুমন।

যুক্তরাষ্ট্রেও চরম অপমানিত হয়েছেন ইউনূস। অবশ্য অপমান তিনি গায়ে মাখেন না। জানেন, গায়ে মাখলে আর চেয়ারে থাকা হবে না।

দেশে খাদ্যের অভাব, আবর্জনা স্তুপে মানুষ মরে পড়ে থাকে, আর এদিকে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতালি গিয়েছেন!

রবিবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং বাসসকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গিয়েছে, সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন।

তবে এই সফরে দেশের আদৌ কী লাভ হবে, তা জানা নেই। ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *