চট্টগ্রাম: অপরাজনীতির প্রতিহিংসার স্বীকার হয়ে কোন মামলা না থাকা স্বত্ত্বেও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁরা কি করেছেন? কি অপরাধে গ্রেপ্তার করেছে স্বচ্ছ জবাব ইউনুস সরকারের প্রশাসন দিতে পারবে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশকে গ্রেপ্তার করা হয়েছে, একথা বলা হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে (৬৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৭ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চকবাজার থানার ওসি শফিকুল ইসলাম নিশ্চিত করে এই বিষয়ে জানান, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সময় নাকি মিছিলে নেতৃত্ব দেন।
আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে।
