ঢাকা: বাংলাদেশের জনগণ জেগে উঠছে। আওয়ামী লীগ সমর্থিত, মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ রাজাকারের বিরুদ্ধে, জঙ্গী ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ করছে। মিছিল করছে তারা।
জনগণ ফের শেখ হাসিনাকে চায়। কারণ বাংলাদেশকে পরম মমতায় আগলে রেখেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
কিন্তু বাংলাদেশের সুখ-সমৃদ্ধি সহ্য করতে পারেনি দেশি-বিদেশি শত্রুরা। হঠাৎ একটি ষড়যন্ত্র নিয়ে হাজির হয়ে দেশের মানুষদের খুন-জখম করে, পুলিশ হত্যা করে দেশের গণতন্ত্রকে হত্যা করলো হায়নার দল৷
এদিকে আজ আওয়ামী লীগের নেতাকর্মীরা পাঁচ দিনের মাথায় রাজধানীতে আবার মিছিল করেছেন।
শুক্রবার বেলা ২টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় মিছিলটি হয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে।
হাজারের বেশি নেতাকর্মী নাবিস্কো থেকে মিছিল করে তিব্বত এলাকার দিকে চলে যায়।
শেখ হাসিনার জয়জয়কার শোনা যায়। দুপুর ২টার দিকে হাজার দুয়েক লোকজন নিয়ে আওয়ামী লীগ মিছিল করেছে। পথ পুরো ভর্তি ছিলো।
ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’; ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’; ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’-এসব স্লোগান শোনা যায়।
এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের কয়েকশত নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে।