ঢাকা: প্রয়াত হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী।
নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
শনিবার (৭ জুন) দিনগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৭০ বছর।
শনিবার রাত ১১টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২৪ মে তাঁর মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়েছিল। এদিন, রবিবার বাদ জোহর পিটিআই স্কুল মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় তাঁর।