ঢাকা: ঢাকায় আসছেন পাকিস্তান সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল তাবাসসুম হায়দার। তিনি ঢাকা আসছেন ৬ অক্টোবর এক সরকারি সফরে।
৫ আগস্টের পর পাকিস্তান বাংলাদেশের দহরম মহরম বেড়েছে। গলাগলি সম্পর্ক। এবং মুক্তিযুদ্ধে পরাজিত দেশটি সুযোগ পেয়ে কৌশলে এখন সব প্রতিশোধ নেয়ার জন্য উঠেপড়ে লেগেছে।
বাংলাদেশ পাকিস্তান মুখী হয়েছে, জঙ্গী আমদানি থেকে শুরু করে অস্ত্র আমদানি সব চলছে। এগুলো ভারত মোটেও ভালো চোখে দেখছে না। ফলে কূটনৈতিক দিকে ভারত বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে। এবং ভারত এই বিষয়ে কড়া নজর রেখেছে।
উল্লেখযোগ্য যে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর এটিই হতে যাচ্ছে কোনো পাকিস্তানি জেনারেলের সর্বোচ্চ পর্যায়ের সফর।
রাওয়ালপিন্ডির কাছে চাকলালায় অবস্থিত জয়েন্ট স্টাফের ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্বরত লেফটেন্যান্ট জেনারেল তাবাসসুম হায়দারকে স্বাগত জানাতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
কর্মসূচি অনুযায়ী, জেনারেল হায়দার ৬ অক্টোবর রাত ১১:৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে তাকে হোটেল র্যাডিসন ব্লু-তে নিয়ে যাওয়া হবে।
জানা গিয়েছে, সফরের প্রধান কার্যক্রম শুরু হবে পরদিন, ৭ অক্টোবর। সকালে তাকে সেনা কুঞ্জে গার্ড অফ অনার প্রদান করা হবে।
এরপর তিনি সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) কমপ্লেক্সে এএফডি প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
পরে সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে।
এছাড়াও এই একই দিনে তিনি বাংলাদেশ বিমানবাহিনী ও নৌবাহিনীর সদর দপ্তরও পরিদর্শন করবেন।
৮ অক্টোবর সকালে জেনারেল হায়দার ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) পরিদর্শন করবেন। এরপর তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন।
