ঢাকা: বাংলাদেশ মৃত্যুপুরিতে পরিণত হয়েছে। ঢাকার রাস্তায় নিজের গাড়িতে প্রকাশ্যে ছুরিকাঘাত, ঘরে ঢুকে ধর্ষণ, হত্যাকাণ্ড প্রভৃতি চলছেই।

কিন্তু ইউনূসের জামাতি প্রশাসন অন্ধ। ওরা দেখে নির্দোষ সনাতনী চিন্ময় প্রভুকে। আসল হত্যাকারী চোখের সামনে ঘুরে বেড়ায়।

গুলিস্তান ফ্লাইওভারের টোল লাইনে নিজের গাড়ির ভেতরে বসে থাকা শরিফুল ইসলাম শাওনকে হঠাৎ দুই দুর্বৃত্ত ছুরি হাতে আক্রমণ করে নির্মমভাবে কুপিয়েছে।

এই ঘটনা প্রমাণ করে দিয়েছে—বাংলাদেশ আজ হত্যার ময়দান, এখানে আর কারও জীবন নিরাপদ নয়!

এটাই অবৈধ ইউনুস সরকারের ভয়ংকর চেহারা। জনগণের নিরাপত্তা শূন্যের কোঠায়, অপরাধীরা খুনের মহোৎসব চালাচ্ছে, রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে পড়েছে চরমভাবে।

অথচ পৈশাচিক হাসি হাসছেন জঙ্গী ইউনূস।

অবৈধ ইউনুস সরকার দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আজ বাংলাদেশকে ঠেলে দিয়েছে অরাজকতা, বিশৃঙ্খলা আর রক্তক্ষয়ী অনিরাপত্তার দিকে।

বাংলাদেশকে আজ রক্তের বধ্যভূমি বানিয়েছে। এই অবৈধ শাসন যতদিন থাকবে, ততদিন মানুষের প্রাণ সস্তা হবে, রাস্তাঘাট হবে খুনিদের অভয়ারণ্য!

আজ দেশে যখন মসজিদের ইমামও নিরাপদে নেই, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?

সেনাবাহিনী সাধারণ মানুষকে নির্বিচারে গুলি করে মারে, আর ডাকসু নির্বাচনে নিরাপত্তা দেয়! সেনাবাহিনী হয়েছে ইউনূসের কেনা গোলাম।

বর্তমান বাংলাদেশে মসজিদের ইমামও নিজের শতভাগ সুরক্ষার নিশ্চয়তা দিতে পারছেন না৷

যারা ধর্মের নামে যারা দেশের রাজনৈতিক দোকান খুলে দেশবিরোধী অপচেষ্টা চালাচ্ছে, মতের বিরোধ হলেই সেই উগ্রবাদী মবেরা আজ মসজিদে নিরপরাধ আলেমদের উপর ঝাঁপিয়ে পড়ছে, তাদের আক্রমণ করছে।

ইউনুস আজ শুধু একজন ব্যর্থ প্রশাসক নন—তিনি বাংলাদেশকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এক প্রতারক! তার হাতে দেশ মানেই ধ্বংস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *