ঢাকা: ঘরে নেই নিরাপত্তা, রাস্তায় নেই নিরাপত্তা, কলেজে নেই নিরাপত্তা—ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত হয়েছে দেশ! রাজনৈতিক প্রতিহিংসায় জর্জরিত বাংলাদেশ।

অবৈধ ইউনুস সরকারের পৃষ্ঠপোষকতায় প্রতিদিন বাড়ছে লাশের মিছিল। কিন্তু দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কোনো নিশ্চয়তা নেই। সারাদেশ যেন আজ মৃত্যুপুরীতে রূপ নিয়েছে।

সেপ্টেম্বর মাসে সারা দেশে ৩৭টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এইসব ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এবং আহত হয়েছেন অন্তত ২৬৮ জন।

এ সময় গণপিটুনিতে ২৪ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। মঙ্গলবার সেপ্টেম্বর মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

এইচআরএসএসের মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতার সংখ্যা আগস্টের তুলনায় কিছু কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে দেশে সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি ছিল হতাশাজনক।

মব সহিংসতা, গণপিটুনিতে নির্যাতন ও হত্যা, শ্রমিকদের ওপর হামলা, পাহাড়ে সহিংসতা, মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর, মাজারে হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে গুলিতে মৃত্যুর ঘটনা বেড়েছে।

এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আটটি হামলায় ২০টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *