ঢাকা: মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্ষুব্ধ।

বাংলাদশে হিন্দু হত্যা, বাংলাদেশ ভারতের রাজনৈতিক অস্থিরতার আঁচ এসে পড়েছে ২২ গজে। মুস্তাফিজুরকে নিয়ে ভারতে তর্ক, বিতর্ক চলছিলো। তারপরেই এই সিদ্ধান্ত।

এদিকে, একপ্রকার হুমকির সুরে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা করেছেন, বিশ্বকাপে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করতে চায় টাইগাররা।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এই নিয়ে কোনোভাবেই চিন্তিত নয়। তাদের সূত্রে জানানো হয়েছে, কারও ব্যক্তিগত ইচ্ছা বা অনিচ্ছার কারণে বিশ্বকাপের সূচি পরিবর্তন করা সম্ভব নয়।

বাংলাদেশ বোর্ড মনে করছে, মুস্তাফিজকে আইপিএলে না খেলতে দেওয়ায় তারা অপমানিত হয়েছেন এবং নিরাপত্তার কারণে ভারতে খেলতে আসতে নারাজ।

আসিফ নজরুলের বক্তব্য, “বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও যদি ভারতে খেলতে না পারে, তবে পুরো দল বিশ্বকাপে খেলতে আসতে নিরাপদ মনে করবে না।”

তাই বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলার ইচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ বোর্ড। এ বিষয়ে দ্রুত আইসিসিকে চিঠিও পাঠানোর পরিকল্পনা রয়েছে‌।

কিন্তু বিসিসিআই জানিয়েছে, বাংলাদেশের অনুরোধ মেনে নেওয়া সম্ভব নয়।

সূত্র জানাচ্ছে, “কারও ব্যক্তিগত ইচ্ছার কারণে বিশ্বকাপের সূচি বদলানো যাবে না। মাত্র এক মাস বাকি আছে, এবং বাংলাদেশের সব ম্যাচ সরানো পদ্ধতিগতভাবে অসম্ভব। পাশাপাশি প্রতিপক্ষ দলের পরিকল্পনাও বিবেচনা করতে হবে, বিমানের টিকিট ও হোটেল বুকিং ইতিমধ্যেই সম্পন্ন।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *