ঢাকা: সামনেই ঈদ। তার আগে সেই মারণ কাল করোনা আবার গ্রাস করলো বাংলাদেশকে।

দেশে আবারও করোনাভাইরাসে আক্রান্তের খবর আসছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এবং একই সময়ে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ। জানা যাচ্ছে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলাদেশে দেড় বছরের মধ্যে করোনায় মৃত্যুর প্রথম ঘটনা এটি।

যিনি মারা গিয়েছেন তার বয়স ৮২। স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়েছে, ৮২ বছর বয়সী ওই ব্যক্তি ঢাকার লালবাগের বাসিন্দা ছিলেন।

ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ২৪ ঘণ্টায় ২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে‌। তার মধ্যে ৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

২০২০ সালে দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তখন থেকে এখন পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২২৪টি নমুনা পরীক্ষায় ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০০ জনের।

২০২৪ সালে এই প্রথম কেউ কোভিডে মারা গেলেন। ২০২৩ সালে ৩৭ জনের মৃত্যু হয়েছিলো এবং ২০২২ সালে ১ হাজার ৩৬৮ জনের মৃত্যু হয়েছিল।

২০২১ সালে সবচেয়ে বেশি ২০ হাজার ৫১৩ জনের মৃত্যু হয়েছিল করোনা ভাইরাসে। ২০২০ সালে, করোনায় প্রথম বছরে প্রাণ হারান ৭ হাজার ৫৫৯ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *