ঢাকা: দাবি উঠছে স্বাভাবিকভাবেই ‘বর্তমানের গভর্নরকে সামিল করা হোক’। যাদের হিসাব তলব করার, মহাজন ইউনূসের শাসনে হিসাব তলব করা হলো না? কী অবস্থা দেশের?

জুলাই ষড়যন্ত্র বিপ্লবের পর হঠাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে যাওয়া আহসান এইচ মনসুর।

তাঁর কী অবস্থা?

জানা গিয়েছে, তাঁর আদরের মেয়ে মেহেরিন সারা মনসুরের নামে গত ২৪ ডিসেম্বর ২০২৪ সালে মাত্র ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছেন!

তথ্যমতে-দুবাইতে বাংলাদেশ ব‍্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের মেয়ের নামে ১৩ মিলিয়ন ৫০০০০০ দিরহামের প্রোপার্টির (৪৫ কোটি) খোঁজ পাওয়া গিয়েছে।

মহাজন ইউনূসের ম্যাজিকে যখন গভর্নর স্বয়ং নিজে টাকা পাচার করে! রক্ষক-ই যখন ভক্ষক হয় তখন তাঁর হিসাব কে করবে?

এবার বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের ব্যাংক হিসাবের লেনদেন, খোলার ফরমসহ যাবতীয় তথ্য চেয়েছে বিএফআইইউ।

গর্ভনর আতিউর রহমান ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি গভর্নরের দায়িত্ব পালন করেন।

অপর গভর্নর ফজলে কবির ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

বিএফআইইউর ব্যাংক তলবের তালিকার মধ্যে ছয় ডেপুটি গভর্নরের মধ্যে এস কে সুর চৌধুরীও আছেন।

তালিকায় রয়েছেন সাবেক ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছের।

তাদেরকে জোর করে পদত্যাগ করানো হয়।

তালিকায় আছেন মো. মাসুদ বিশ্বাস। আছে আবু হেনা মো. রাজী হাসানের নাম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *