ঢাকা: বাংলাদেশে জিনিসপত্রের দাম হাতের নাগালের বাইরে। আয় বাড়ছে না, কিন্তু খরচ বাড়ছে পাল্লা দিয়ে।
শাকসবজি থেকে মাছ—আগুন দাম সব জিনিসের। বাজারে গেলেই নিমেষে খরচ হাজার, দু হাজার। মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের।
এই অবস্থায় টানা সাত মাস ধরে ব্যাংকে আমানতের প্রবৃদ্ধির হার এক অঙ্কের ঘরে থাকার মধ্যে এপ্রিলে তা আগের মাসে চেয়ে আরও কিছুটা কমেছে।
এর কারণ অবশ্যই মূল্যস্ফিতী। ব্যাংকাররা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির মধ্যে মানুষের হাতে টাকা জমছে না; বেকার বাড়ায় অনেকে আয় করতে পারছেন না। এতে ব্যাংকে টাকা জমা রাখার পরিমাণ কমেছে।
এর সঙ্গে বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়ার পাশাপাশি সরকারের ব্যাংক ঋণের হার কমে যাওয়ায় টাকার সঞ্চালনে নিম্নমুখী প্রবণতার প্রভাব ব্যাংকের মাসওয়ারী আমানাতের হিসাবে পড়েছে বলে তারা মনে করেন।
বাংলাদেশ ব্যাংকের বুধবার প্রকাশিত তথ্য বলছে, টানা সাত মাস ধরে ব্যাংকে আমানতের প্রবৃদ্ধির হার এক অঙ্কের ঘরে পড়ে আছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এর আগে বলেছেন, মূলত ডলার পাচার হওয়ার কারণে সেই পরিমাণ টাকা ব্যাংকিং চ্যানেল থেকে চলে গেছে। তাতে টাকার সংকট তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এর আগে বলেছেন, মূলত ডলার পাচার হওয়ার কারণে সেই পরিমাণ টাকা ব্যাংকিং চ্যানেল থেকে চলে গেছে। তাতে টাকার সংকট তৈরি হয়েছে।