ঢাকা: ঢাকার কারখানা বন্ধ হয়ে যাওয়ায় এবং সাথে বিক্রিও কমে যাওয়ার কারণে পুঁজিবাজারের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) মুনাফায় ধস নেমেছে।
তবে জনসাধারণ বলছে, এটা মার্কেটিংয়ের খাতিরে নেগেটিভ হাইপ তোলা হচ্ছে। আসলে তেমন কিছুই হয়নি।
বলা হচ্ছে , একদিনে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে ১ হাজার ৩৮২ কোটি টাকার ওপরে কমে গেছে।
চলতি বছরের ১৪ মে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)-এর পক্ষ থেকে অবিলম্বে মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে বিএটিবিসি’র তামাক কারখানা অপসারণ করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।
এরপর ১৯ জুন ডিএসইর মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারীদের জানায় ১ জুলাই থেকে ঢাকার মহাখালীর ডিওএইচএস এলাকায় অবস্থিত কারখানা বন্ধ করে দেওয়া হবে এবং নতুন ঠিকানা হবে আশুলিয়ার দেওড়া, ধামসোনা, বলিভদ্র বাজার।