ঢাকা: বাংলাদেশ ব্যাংক চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বৃহস্পতিবার ৩১ জুলাই।

দীর্ঘসময় ধরে কঠোর মুদ্রানীতি থেকে বের হতে না পারলে ফের বাড়তে পারে মূল্যস্ফীতি। এমন শঙ্কার কথা জানিয়েছেন অর্থনীতিবিদরা।

ব্যবসায়ীরা এই নিয়ে বলছেন, সুদহার বেশি থাকলে যেমন বাড়বে উৎপাদন ব্যয় তেমনি কমবে বিনিয়োগ। যা খুব ভোগাবে সাধারণ মানুষকে।

ঢাকায় বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি প্রকাশ করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়েছে, নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি, সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতা অর্জনের কৌশল তুলে ধরা হবে।

তবে কতটুকু কী অগ্রগতি সেটা এই এক বছরেই বোধগম্য হয়েছে বাংলাদেশের জনগণের।

এসময় কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ, বিএফআইইউ প্রধানসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও থাকবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *