ঢাকা: আগামি ডিসেম্বরের মাঝামাঝি শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর।

টুর্নামেন্টকে সামনে রেখে সব নতুন করে কিছু সাজানো হচ্ছে।

বিপিএলে আগামী আসরে অংশগ্রহণকারী দলগুলোর তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিল। অংশগ্রহণকারী ৫টি দলের নাম নিশ্চিত করে বিসিবি।

বৃহস্পতিবার পাঁচ দলের নাম চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

এবারের বিপিএল হবে ৫ দলকে নিয়ে।
তার মধ্যে ৩টি দলের নাম পরিবর্তন হয়েছে। বাকি দুটি সর্বশেষ আসরের নামেই খেলবে।

অপরিবর্তিত দুই দল হচ্ছে- রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস।

এবং নাম বদলে যাওয়া তিন দল হচ্ছে- চট্টগ্রাম রয়েলস, রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস।

উল্লেখযোগ্য যে, আগামি ৫ বছরের জন্য দলগুলোর মালিকানা পেয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান।

রংপুরের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের নিয়ন্ত্রণাধীন টগি স্পোর্টস।

এদিকে, ট্রায়াঙ্গাল সার্ভিস পেয়েছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি।

রাজশাহীর মালিকানা পাওয়া নাবিল গ্রুপের বিপরীতে সিলেটের পেয়েছে ক্রিকেট উইথ সামি।

ঢাকার মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।

প্রসঙ্গত, আগামি ১৯ ডিসেম্বর বিপিএল শুরু করতে চায় বিসিবি। প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য দিন ১৭ নভেম্বর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *