ঢাকা: নীল আকাশে উড়ে চলা যার পেশা এবং নেশাও, সেই মানুষটিই আজ আকাশে মিলিয়ে গেলেন।

একটি নির্মল ভ্রমণ পরিণত হলো এক মর্মান্তিক অধ্যায়ে—যার পরিসমাপ্তি ঘটল কানাডার স্টার্জন লেক এর শান্ত জলের গভীরে।

৮ জুন ছিলো শেষ দিন তাঁদের ।অন্টারিওর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লিনজির একটি কটেজসংলগ্ন হ্রদে ক্যানোইং করতে গিয়ে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর অভিজ্ঞ ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং তাঁর প্রিয় বন্ধু বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব জলে ডুবে মারা গিয়েছেন।

লেকের পাড় থেকে মাত্র ১০ /১২ ফুট দূরে ডুবে মারা গিয়েছেন দুই বন্ধু রাকিব ও গুড্ডু। উভয়ের স্ত্রী সন্তানরা তখন পাড়ে দাঁড়িয়ে।

চোখের নিমেষে ঘটনাটি ঘটে যায়। যা অকল্পনীয় ছিলো।

জানা যায়, সাইফুজ্জামান গুড্ডু তাঁর স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে বাংলাদেশ থেকে কানাডা আসেন। বড় মেয়ের সঙ্গে দেখা করবেন এবং অবকাশযাপন করবেন এমনটাই লক্ষ্য ছিলো।

কিন্তু কোথায় কী?

জানা যায়, দুপুরের দিকে সাইফুজ্জামান তাঁর বন্ধু এবং বন্ধুর ছেলেসহ একটি ক্যানো নিয়ে হ্রদে নেমে পড়েন।

সেই ক্যানো হঠাৎ উল্টে যায়। বন্ধুর ছেলেটি কোনওক্রমে সাঁতরে পাড়ে উঠেন, কিন্তু সাইফুজ্জামান ও তাঁর বন্ধু চিরকালের মতো হারিয়ে যান।

উদ্ধারকারীরা তাঁদের দু’জনের মরদেহ উদ্ধার করে। দুই বন্ধুর একসাথে চলে গেলেন পরপারে।

আরেকটি বিষয় হচ্ছে, নৌকায় থাকা তিনজনের কারো শরীরেই কোনো লাইফ-জ্যাকেট ছিল না, এমনটাই পুলিশ জানিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *