ঢাকা: আসলে চরমোনাই পীর সাহেব তো দূরের কথা ইসলাম পন্থিদের কোন কর্মীদের নামে সাধারণত মাদক, চাঁদাবাজি ,ধর্ষণ ,দুর্নীতি মামলা হয় না।

বা তারা কখনো অন্যায় কথা বলতে পারেন এটা বিশ্বাসই করা হয় না। যেহেতু তাদের বেশভূষা ধার্মিক।

আর নির্বাচনের আগে সব দল দেশকে দুর্নীতিমুক্ত করতে উঠেপড়ে লেগেছে। লেগেছে বলতে কথা বলছে, কাজে নয়। কাজে যা হবার তাই হচ্ছে। লুট, মারামারি, খুন, রাহাজানি সব।

এবার দুর্নীতিবাজ, চাঁদাবাজদের বিরুদ্ধে মুখ খুললেন চরমোনাই পীর।

দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শনিবার (২৬ জুলাই) খুলনার শিববাড়ি মোড়ে খুলনা মহানগর ও জেলা ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশ এই কথা বলেন তিনি।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সকল বন্ধ মিল কলকারখানা চালু ও ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ গণসমাবেশের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সে কারণে চাঁদাবাজ, খুনি, অর্থ পাচারকারীদের এদেশের মানুষেরা বঙ্গোপসাগর নিক্ষেপ করবে।’

এরা ইসলামী শাসন চায় দেশে। অবশ্য ইসলামী শাসন কেমন হয় তা তো দেখাই যাচ্ছে ইরাক, ইরানে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *