চট্টগ্রাম: বীর মুক্তিযোদ্ধা বেগম হাসিনা মান্নানের মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বাংলাদেশ আওয়ামী লীগে।
তিনি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, মহিলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা ।
বেগম হাসিনা মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ আওয়ামী লীগ।
বয়স হয়েছিলো তাঁর ৭৮।
বেগম হাসিনা মান্নান ৪ জুলাই সকালে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন।
সংসারে রেখে গেছেন ২ ছেলে ও ৩ মেয়ে-সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী। যারা তাঁর পথ অনুসরণ করলে জীবনে উজ্জ্বলতা পাবে।
তাঁর স্বামী সাবেক গণ পরিষদ সদস্য বোয়াল খালী চাঁদগাঁও আসন, বীর মুক্তি যোদ্ধা ডাঃ এম এ মান্নান।
তিনি পটিয়ার মেয়ে, বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রী অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরীর ছোট বোন।