টেকনাফ: নাফ নদীর নাম ডুবেছে এভাবেই। একে ব্যবহার করে মাদক পাচারকারীদের রমরমা ব্যবসা।

টেকনাফের নাফ নদীতে জেলের ছদ্মবেশে মাদক পাচারের সময় ধরা পড়েছে মিয়ানমারের দুই নাগরিক।

১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বিজিবি।

বুধবার, ১৮ জুন মোহাম্মদ জুবায়ের এবং নূরুল আমিন নামের মিয়ানমারের দুই নাগরিককে আটক করে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন।

গোপন তথ্য ছিলো তাঁদের কাছে। এর ভিত্তিতেই নাফ নদী ও তীরবর্তী বেশকিছু জায়গায় বিশেষ টহল মোতায়েন করা ছিল। এরপরেই জালে পড়ে দুই পাচারকারী।

তাদের নৌকা জব্দ করা হয়েছে। যে ইয়াবা উদ্ধার হয়েছে সেগুলো পাটাতনের ভেতরে লুকানো ছিলো।

রোহিঙ্গা তো নতুন‌ করে ঢুকছেই বাংলাদেশে। প্রতিনিয়ত রোহিঙ্গা আসছে।

বিজিবি জওয়ান সীমান্তে অতন্দ্র প্রহরি হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। অথচ নাকের ডগা দিয়ে এই রোহিঙ্গা ও মাদক ইয়াবা অনুপ্রবেশ চলছেই।

জনগণ বলছে, ইয়াবার বাহানা দিয়ে নাফ নদী বন্ধ করে কোন লাভ নেই।

প্রশ্ন নেট নাগরিকদের, ‘এতদিন নাফ নদী বন্ধ রেখে কি আপনারা ইয়াবা পাচার বন্ধ করতে পেরেছেন’?

দেশের প্রশাসনকে সঠিক হতে হবে। বর্ডার গার্ডকে সঠিক হতে হবে। বলছেন নেট নাগরিকরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *