রাজশাহী: প্রতিদিন দেশে কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে।
রাজশাহীর মোহনপুরে ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মোটরসাইকেলে আগুন ধরে যায়।
এতে ইসমাইল হোসাইন নামে মোটরসাইকেল আরোহী মারা গিয়েছে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৫টা নাগাদ উপজেলার কেশরহাট পৌরসভার কালিতলা ময়দা মিলের পাশে।
দুর্ঘটনাকবলিত ট্রাকটি সড়কে নিচে উল্টে পড়ে যায়। দুর্ঘটনা ঘটিয়ে চম্পট দিয়েছে ট্রাকের চালক ও সহকারী। তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল দুটোই জব্দ করা হয়েছে।
