নরসিংদী: বিএনপি আর ছাত্রদলের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে এবার। দলীয় স্বার্থের নামে নিজেদের মধ্যে রক্তারক্তি, সংঘর্ষ।

নরসিংদীর পলাশ উপজেলায় বিএনপি এবং ছাত্রদলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক মারা গিয়েছে।

ঈসমাইল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনা হলো, গত ১৫ জুন পলাশ বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে তার লোকজন মিছিলে হামলা এবং গুলি চালায়।

বিএনপি যেখানে সন্ত্রাসবাদ সেখানে।

গোলাগুলির ঘটনায় ঈসমাইল গুলিবিদ্ধ হন। শনিবার মারা যান।

ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম মিয়া বাদী হয়ে পলাশ থানায় মামলা দায়ের করেন।

মামলায় জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে প্রধান আসামি করা হয়।

এবং আরও আটজনের নাম উল্লেখ করে, অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

জুয়েলের পক্ষ থেকেও পাল্টা মামলা দায়ের করা হয়। জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *