গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ঘটে গেলো সংঘর্ষ। গাজীপুরের টঙ্গীতে ‘ঝুট ব্যবসাকে’ কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মূলত সংঘর্ষ বাঁধে।
এই ঘটনায় ২৫ জন আহত হয়েছেন।
সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বুধবার নগরের হাজী মাজার বস্তি এলাকায় পিমকি অ্যাপারেলস লিমিটেড কারখানার সামনে।
যারা আহত হয়েছেন তাঁরা হলেন,
আনিস (৪২) আবু সাইদ (৩৮) সোহেল (৩৪), ফাহিম (২১), ইয়াসিন (২০) আসাদ (২০), ইয়াসিন (১৮), হানিফ (২৫), শুভ (১৯), রানা (১৮), সজিব (২০), উজ্জ্বল রাজ (৩৭), আল-আমিন (৩৫), হাসান (২৪), সবুজ (২৮), লিটন (৩৬), ফেরদৌস (২৫), আলমগীর (৩৫) এবং কাউসার (২৮)।
অন্যান্যদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা ঘটনা সম্পর্কে জানান,দেশে ৫ অগাস্টের পর থেকে চুক্তিপত্রের মাধ্যমে পিমকি অ্যাপারেলস কারখানার বর্জিত জিনিস নিচ্ছিলেন নেহাল এন্টারপ্রাইজের মালিক টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরন।
এদিকে, মঙ্গলবার উক্ত কারখানার সঙ্গে বর্জিত মালামাল ক্রয়-বিক্রয়ের নতুন চুক্তি করেন ব্যবসায়ী ওমর ফারুক।
দেখা যায়, নতুন চুক্তি অনুযায়ী বুধবার মালামাল ডেলিভারি করতে যান ওমর ফারুকের লোকেরা।
ঠিক এই সময়েই সংঘর্ষ বাঁধে দুই পক্ষের মধ্যে। বিএনপি নেতা কিরনের লোকজন বাধা দিতে এলেই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় আহত হন ২৫ জন।