ঢাকা: এখনো ফ্যাসিস্ট ফ্যাসিস্ট করেই যাচ্ছেন মির্জা ফখরুল, অথচ নিজের দলের বিতর্ক ছাড়ছে না। বিএনপি ক্ষমতায় আসার আগেই বিতর্কে জড়িয়েছে!

তারপরেও আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি কেন হয় না, সে নিয়ে তৎপর তিনি!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন।

ইনডাইরেক্টলি রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন। বলার চেষ্টা করছেন যে আমরা সহযোগিতা করছি না। তাদের এ কথাগুলো সঠিক নয়। তর্ক-বিতর্ক ও নিজেদের কোন্দলে দেশ ফের পিছিয়ে যেতে পারে।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণঅভ্যুত্থান মাসব্যাপী কর্মসূচিতে যুবদলের গ্র্যাফিতি আর্টস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, হাসিনার বিচারের বিষয়ে এখন পর্যন্ত তেমন কিছু দেখতে পেলাম না, কেন দেখলাম না। জুলাই গণঅভ্যুত্থান এক বছর হয়ে গেলো, এখনও হাসিনার বিষয়ে কাজ শুরু হয়নি কেন?

বিএনপি মহাসচিব বলেন, এমন কিছু বিষয় নিয়ে আমরা তর্ক-বিতর্ক করছি, নিজেদের মধ্যে কোন্দলে জড়িয়ে পড়ছি যা বাংলাদেশ ফের পিছিয়ে যেতে পারে। ফ্যাসিস্টদের শক্তি যোগাতে পারে। নতুন করে ফ্যাসিস্টদের সুযোগ তৈরি করে দিতে পারে।

বলেন, সারাদেশে আমাদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, খুন-গুম করা হয়েছে, নির্যাতন-নিপীড়ন করা হয়েছে। গত জুলাই মাসেও আমাদের সকল অঙ্গ সংগঠনের নেতাদের গ্রেফতার করে ডিবি অফিসে নিয়ে নির্মম অত্যাচার করা হয়েছে।

সিনিয়র নেতাদেরও অত্যাচার করা হয়েছে। কিন্তু একবারের জন্য আমাদের নেতারা আত্মসমর্পণ করেনি। আমাদের কোনো নেতাই সেদিন মুচলেকা দেননি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *