যশোর: এবার বিএনপি নেতাকে গুলি করে খুন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়।
যে বিএনপি নেতাকে হত্যা করা হয়েছে তাঁর নাম আলমগীর হোসেন। তিনি যশোর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
জানা যাচ্ছে , আলমগীর হোসেন সন্ধ্যা নাগাদ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেই সময়েই তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আলমগীরের মাথার দু’পাশে দু’টি গুলির ক্ষত রয়েছে।
নিহতের বড়ভাই জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, বাড়ির দিকে ফেরার পথেই হুদা মেমোরিয়াল একাডেমির সামনে পৌঁছালে কে বা কারা তাঁকে গুলি করে। খবর পেয়েই তিনি সদর হাসপাতালে এসে তাঁর ভাইয়ের মরদেহ দেখতে পান।
বিএনপি খুলনা বিভাগীয় সংগঠনিক সম্পাদক আনন্দে ইসলাম অমিত বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলে এমন অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড কাম্য না। এখনো আইনশৃঙ্খলা অবস্থার উন্নতি না ঘটালে এ ধরনের ঘটনা ঘটার আশঙ্কা বাড়বে।’
