ঢাকা: বিএনপি একরোখা নির্বাচনের সময় নিয়ে। তারা চায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এপ্রিলে জাতীয় নির্বাচন করা সময়োপযোগী নয় এবং সরকার নির্বাচন ইস্যুতে নিরপেক্ষতা হারাচ্ছে।

নির্বাচনের সময় নিয়ে বিতর্কে তিনি বলেন, রমজান মাসে মানুষ নামাজ-কালাম করে, সেই সময় ঘূর্ণিঝড়েরও আশঙ্কা থাকে। এছাড়া পরীক্ষার মৌসুম শুরু হবে, তাই এপ্রিলে নির্বাচন করা একেবারেই অসম্ভব।

আমীর খসরু বলেন, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়।

বলেন, এপ্রিলে নির্বাচন করার সিদ্ধান্ত কাদের স্বার্থে নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদি একটি পক্ষের স্বার্থ অক্ষুণ্ন থাকে, তবে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।

এদিকে, ২০২৬ সালের এপ্রিলে ভোট ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।

জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করতেই দেশে রাজনৈতিক উত্তাপের পারদ চড়তে শুরু করেছে। বিরোধী দলগুলি, বিশেষ করে বিএনপি এনিয়ে তীব্র প্রতিবাদ শুরু করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *