ঢাকা: ‘জুলাই ঘোষণা’ হচ্ছে একটা লোভের দলিল।
ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অপব্যবহার করে, ১৯৭১ সালের চেতনার নাম ভাঙিয়ে, একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারের বিরুদ্ধে চক্রান্তমূলক মিথ্যাচার ছড়ানো হয়েছে।
এ ঘোষণাপত্রে বিচারাধীন মুহাম্মদ ইউনুস নিজেকে জাতির রক্ষক, ভবিষ্যতের রাষ্ট্রপতি এবং বিকল্প রাজনৈতিক ধারার পুরোধা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন।
এবং এই ঘোষণার মাধ্যমে ইউনুস তার বিরুদ্ধে চলমান বিচার, দুর্নীতি, শ্রমিক নিপীড়ন, অর্থপাচার ও সুইস ব্যাংকে অবৈধ অর্থ লেনদেনের মামলা থেকে রক্ষা পেতে চেয়েছেন।
এইসবের সমালোচনা বা কড়া মতামত দেয়া, প্রতিবাদ করা কোনোটারই ক্ষমতা নেই বিএনপির। যেনতেন এরা এখন ক্ষমতায় আসতে চায়।
আজ, বুধবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
বুধবার বেলা ১১টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।
সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি।
তবে কতটুকু কী প্রতিক্রিয়া দেবেন তা জাতি বুঝে গিয়েছে।
জানা যায়, সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্র এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সম্প্রতি দেওয়া ভাষণ নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।