ঢাকা: বিএনপি এখন এমন দেখা যাচ্ছে, এমন স্বৈরাচারী হয়ে উঠেছে এরা মনে হচ্ছে কাজি নজরুল ইসলামকে এখন শোধরানোর কথা বলবে!
বিএনপি যে জামাতকে ঘিরে আবর্তিত, সেখান থেকে এক কদম আর সরতে পারেনি। রাজাকারের দল চিরদিন রাজাকার। এখন নজরুল ইসলামকে নিয়ে এদের মাথাব্যথা শুরু হয়েছে।
কারণ মুক্তিযুদ্ধে প্রেরণা ছিলেন নজরুল। সেটা বিএনপির সহ্য হচ্ছে না। এখন চেষ্টা করছে এই ভাবনা থেকে জনগণকে সরিয়ে আনতে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু উপমহাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেননি, তিনি স্বপ্ন দেখেছেন সকল মানুষের স্বাধীনতা, প্রতিটি ব্যক্তির স্বাধীনতার।
তিনি বিশ্বাস করতেন, মানুষের শক্তি সীমাহীন এবং মানুষ আত্মশক্তিতে উদ্বুদ্ধ হলে কোন শক্তিই মানুষকে শোষণ, নির্যাতন, নিগ্রহ ও অমানবতার কারাগারে বন্দি রাখতে পারে না।
বাঙালি জাতির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নজরুলের কবিতা ও গান ছিল বড় অনুপ্রেরণার উৎস।
ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে নজরুলের লেখনী আমাদের অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছে।
তো মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার দল এইগুলো নিতে পারছে না। তাই এখন বলছে নজরুলকে নিয়ে সঠিক গবেষণা হয়নি।
বাংলাদেশে কাজী নজরুল ইসলামকে নিয়ে সত্যিকারের গবেষণা হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, বাংলাদেশে নজরুল গবেষণা ইনস্টিটিউট আছে। কিন্তু সত্যিকারের গবেষণা আমার বিবেচনায় এখন হয় না। কাজী নজরুল ইসলাম সবসময় উপেক্ষিত থেকে গেছেন।
ব্রিটিশ আমলে পাকিস্তান আমলে এমনকি বাংলাদেশ আমলেও যদিও তিনি বাংলাদেশের জাতীয় কবি। তারপরও তাঁকে নিয়ে সেভাবে গবেষণা হয় না। তাঁকে নিয়ে গবেষণা আরও ভালোভাবে করা উচিত।
দুদু বলেন, অনেকেই কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে কবরে ফুল দিয়েছেন। আমি মনে করি ড. ইউনূসেরও উচিত ছিল সেখানে গিয়ে ফুল দেওয়া। তাহলে যথাযথভাবে রাষ্ট্রীয় সম্মান জানানো হতো।
