কুমিল্লা: ইউনুসের সংস্কার চলছে। লাশের দেশ বাংলাদেশ! বিগত এক বছর ধরে প্রতিদিন লাশ পড়ছে। হুঁশ নেই জঙ্গী ইউনূসের।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তাঁর মাকে নিজের বাড়িতেই শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
টপাটপ এইভাবে যেখানে সেখানে লাশ পড়ছে। নদী নালা খাল বিল, ঘর বাড়ি কোথাও বাকি নেই।
এই হত্যার ঘটনা জানাজানির পর সিসিটিভি ফুটেজে ধরা পড়া একটি দৃশ্য ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে সিসিতে দেখা গেছে, একটি নির্দিষ্ট সময়ের পর আর কোনো ফুটেজ পাওয়া যায়নি। কেন পাওয়া গেলোনা? কোথায় লুকানো হলো সেই ফুটেজ সেই জবাব এখনো পাওয়া যায়নি পুলিশের কাছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তবে পুলিশ তো এখন কেবল লাশ উদ্ধার করে, আর কিছু করে না। বাকি সময় ওরা দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে, মবের হাতে জনগণকে তুলে দেয়।
যারা মারা গিয়েছেন তাঁরা হলেন- তিনি কুবির লোক প্রশাসন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আফরিন পিংকি (২৩) এবং তার মা ফাতেমা আক্তার (৫২)।
জানা গেছে, কুমিল্লা নগরের ৩ নম্বর ওয়ার্ডে কালিয়াজুরি সংলগ্ন হাতেখড়ি আনন্দ পাঠশালা স্কুল এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন পরিবারটি।
বাড়িতে মা, মেয়ে ছাড়াও তার দুই ভাই থাকতেন।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, রবিবার রাত ১১টার দিকে পিংকির ভাইদের মধ্যে একজন বাসায় ঢুকে পিংকি ও ফাতেমার মরদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
তবে পুলিশ এখন পর্যন্ত সঠিক উত্তর দিতে পারেনি, কী কারণে এই হত্যাকাণ্ড কিংবা কারা করেছে এই কাণ্ড? গ্রেপ্তার তো বহুদূরের কথা।