রাজশাহী: কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিয়েছে তৌহিদী জনতা। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় জুমার নামাজের পর এই ঘটনা ঘটে। এ কোন বাংলাদেশ?

রাজশাহী ও রাজবাড়ীতে দরবার শরীফে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর পবা উপজেলা ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এই পৈশাচিক ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ঘটনার বিষয়ে জানান, প্রতিবছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পবা উপজেলার পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে তিনদিনের অনুষ্ঠানের আয়োজন করে আজিজ ভাণ্ডারি খানকা শরীফ।

আজ শুক্রবার প্রথম দিন ছিলো। জুমার নামাজের পর তৌহিদী জনতা পরিচয়ে একদল লোক দরবার শরীফে হামলা চালায়। সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সব লণ্ডভণ্ড করে দেয়া হয়।

এদিকে রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালিয়েছে তৌহিদী জনতা।

পাশাপাশি নুরাল পাগলের কয়েকদিন আগে দাফন করা লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়। কবর থেকে তুলে মহাসড়কের পদ্মার মোড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় নুরুল হকের লাশ।

এরা কী মানুষ? বাংলাদেশ কোথায় গিয়েছে চিন্তা করুন একবার?

নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর, ভাঙচুর করা হয় গাড়ি।

এতে ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *