ঢাকা: অন্তর্বর্তী সরকারের আমলে মৃত্যু ছাড়া, মব ছাড়া, হত্যা ছাড়া আর কোনো খবর নেই।
ঢাকার দক্ষিণখান এলাকার একটি বাড়ি থেকে রাজিরা সুলতানা মিম (২৮) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাজিয়ার স্বামী রাজীব মিয়া পুলিশের কাছে দাবি করেছেন, কলহের জেরে তাঁর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ সদস্যের লাশটি উদ্ধার করা হয়
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দক্ষিণখানের কসাইবাড়ি এলাকার একটি বাড়ি থেকে।
রাজিয়া সুলতানা উত্তরা হেডকোয়ার্টার এপিবিএনে কর্মরত ছিলেন।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ বলছে, বৃহস্পতিবার রাতে পারিবারিক ‘কলহের জেরে’ ফাঁস দেন রাজিয়া। পরে তার স্বামী রাজীব মিয়া তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
