ঢাকা: বুয়েট শিক্ষার্থীদের উপর পুলিশ হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে, হামলা চালায়।
প্রকৌশলীদের তিন দফা দাবিতে দেশব্যাপী চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক পর্যায়ের সব পরীক্ষা আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।
৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বুয়েটের রেজিস্টার ড. এন এম গোলাম জাকারিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এই ঘোষণার আগে, তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা বুধবার শাহবাগ মোড় অবরোধ করে।
তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয় এবং তাদের উপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করে, এতে বহু শিক্ষার্থী মারাত্মকভাবে জখম হন।
পুলিশের এই হামলার প্রতিবাদে রাতেই দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ বা সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়া হয়।