ময়মনসিংহ: এইবার ময়মনসিংহ। ফুলবাড়িয়ায় এশিয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে বাসচালক জুলহাস মিয়ার (৩৫) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

আজকে যারা রাজনীতির নামে আগুন নিয়ে খেলছে, তারা হয়তো ভুলে গেছে এদেশ কোনো দলের নয়, এদেশ শ্রমজীবী সাধারণ মানুষের!

রাজনীতি যদি জীবনের নিরাপত্তা কেড়ে নেয়, তাহলে সেটা রাজনীতি নয় নিছক বর্বরতা।

নিহত জুলহাস মিয়া ওই এলাকার বাসিন্দা।

ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবাল বলেন, ‘ভোররাত সোয়া ৩টার দিকে খবর আসে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লেগেছে।

সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন নিয়ন্ত্রণে আনার পর বাসে তল্লাশি চালিয়ে সিটে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। কীভাবে আগুন লেগেছে তা পুলিশ তদন্ত করছে।’

ওসি জানান, দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার পর বাস থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

মরদেহটি এমনভাবে পুড়েছে যে, তাকে চেনা যাচ্ছে না। ওই বাসচালক সিটে ঘুমাচ্ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *