খুলনা: ইউনুস মব গ্যাং ক্ষমতা নেওয়ার পর থেকে সারা দেশ জুড়ে ছিনতাই, ডাকাতি ,খুন, ধর্ষণ, মব জাস্টিস ঘটেই চলেছে তবুও নির্লজ্জ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলে দেশ ঠিক আছে।
খুলনা নগরীর খালিশপুরে সবুজ খান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে খালিশপুর হাউজিং বাজার বক্কর বস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সবুজ খানের জামাই মোহাম্মদ বাবু এই বিষয়ে বলেছেন, স্থানীয় মাদক ও মামলাবাজ একটি গ্রুপের বিরুদ্ধে গত ৫ অক্টোবর খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছিল।
তারাই আজ সকালে বক্কর বস্তি এলাকায় আমার শ্বশুরের পথ রোধ করে। ৬-৭ জন মিলে তাঁকে কুপিয়ে হত্যা করেছে। আমার শ্বশুর বায়তুল ফালাহ এলাকায় ভাঙারির ব্যবসা করতেন।
জানা গিয়েছে, সবুজ খানের ডান হাত, বাম হাতের কনুই, দুই হাঁটু, শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
