ঢাকা: সফর শেষ হচ্ছে না ইউনূসের। এদিকে দেশ পুড়ে ছারখার। এবার আগামি সফর ইতালি।
তবে ইউনূসের প্রতি ক্ষুব্ধ দেশ ও প্রবাসিরা। যেখানেই ইউনুস সেখানে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ইতালি যাওয়াকে কেন্দ্র করে এক জরুরি আলোচনা সভার আয়োজন করেছে ইতালি আওয়ামী লীগ। সোমবার রোমের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে আগামী ১২ অক্টোবর ইতালির রাজধানী রোম যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার (৮ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, ১২ অক্টোবর রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দেবেন তিনি। পাশাপাশি উচ্চ পর্যায়ে অনেকের সঙ্গে বৈঠকও করবেন।
