ঢাকা: এনসিপি জামায়াত ইউনূস নামক এই বেইমান জোট দেশটাকে টেনে হিঁচড়ে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে। এখন নির্বাচনী মুলো ঝুলিয়ে রেখেছে জনগণের সামনে।

আজ তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে তারা কেউ একসাথে বৈঠক করবে না। আলাদা আলাদা সময়ে টোকাই এনসিপি এবং জামায়াত ইউনূসের সাথে বৈঠক করবে।

শফিকুল লেখেন, আজ বুধবার বিকাল সোয়া ৫টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে এবং সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতারা সাক্ষাৎ করেন।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *