ঢাকা: ধীরে ধীরে নোবেলজয়ীর আমলে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। সংস্কার করবেন তিনি? বাংলাদেশের শিক্ষার আজ বেহাল অবস্থা। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নেই, ভালো আবাসন নেই।

এবার বন্ধ হলো কারমাইকেল কলেজ।
কারমাইকেল কলেজ — ইতিহাসের বুক থেকে উঠে আসা এক গর্বিত প্রতিষ্ঠান।

শতবর্ষী এই বিদ্যাপীঠ শুধু একটি কলেজ নয়, বরং উত্তরাঞ্চলের শিক্ষার এক দীপ্ত নক্ষত্র।

এর প্রতিটি দেয়াল, প্রতিটি ক্লাসরুম, প্রতিটি গাছপালা যেন শত বছরের জ্ঞান, চেতনা আর আন্দোলনের সাক্ষী।

কারমাইকেল কলেজে শিক্ষক সংকট চলছে।

দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজ আজ গুরুতর শিক্ষক সংকটে ভুগছে। আরো হাজার সমস্যা রয়েছে।

ইউনূসের নজর নেই। তিনি তাঁর ক্ষমতার মেয়িদ কীভাবে বাড়াবেন সেইজন্য দৌড়াদৌড়ি করছেন।

কারমাইকেল কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও অবকাঠামোগত সংকট চলছে।

সমাধান নেই কোনো। ফলে ২১ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা।

তাঁরা রংপুর নগরীর লালবাগ সড়ক ও রেলগেট অবরোধ করে বিক্ষোভ করেন।

রোববার (২২ জুন) সকাল ৯ টা থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।

রুমে তালা দিয়ে অবরুদ্ধ করেন অধ্যক্ষকে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানাচ্ছেন, শ্রেণিকক্ষে প্রয়োজনীয় সুবিধার অভাব, নতুন বিভাগ সংযোজন, পর্যাপ্ত বাসের সংকট, ছাত্রী বিশ্রামাগারে অনুপযুক্ত পরিবেশ, নিরাপত্তাহীনতা, আইসিটি সুবিধার অভাবসহ নানা সমস্যা বছরের পর বছর উল্লেখ করেও কোন সমাধান হয়নি।

কলেজ প্রশাসন ঘুমিয়ে। সরকার আর কোথায়? কলেজ প্রশাসন ও সরকারের অবহেলার জন্য শিক্ষা,গবেষণা সবই আজ জাদুঘরে চলে গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *