সিলেট: বাংলাদেশের সৌন্দর্য খুবলে খেয়েছে লোভী নেতারা। রাজাকাররা আদর্শের দিক দিয়ে তো খেয়েছেই, মাটি, প্রকৃতিও খেয়ে বসে আছে।
প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভার সিলেটের সাদাপাথর। সাদাপাথর এই অঞ্চলের মানুষের পর্যটনভিত্তিক কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে।
কিন্তু অন্তর্বর্তী সরকারের নিরব সমর্থনে হায়নাদের দখলে একবছরে ধ্বংস হয়েছে সাদাপাথর, লক্ষাধিক টন পাথর লুটপাটে ধ্বংস হয়েছে এর শোভা।
সাদাপাথরে বিএনপি, জামায়াত এবং এনসিপি নামক রাজনৈতিক অপশক্তিগুলোর আঘাত এসে পড়ে।
সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদাপাথর লুটের ঘটনায় অজ্ঞাত ২ হাজার জনকে আসামি করে মামলা হয়েছে।
তবে রাঘব বোয়ালরা গ্রেপ্তার হয়েছে এখনো শোনা যায়নি।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পাথর কোয়ারি থেকে পাথর লুট ও চুরির ঘটনায় ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের হয়েছে।
তবে অজ্ঞাত কেন? সেটাই প্রশ্ন!
সোমবার (১৮ আগস্ট) উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ৭, ৮ ও ৯ আগস্ট রাত ১টা থেকে ৪টা পর্যন্ত প্রবল বৃষ্টির সময় জাফলং জিরো পয়েন্টে স্থানীয় পাথর চোরাকারবারিদের হুকুমে ৫০ থেকে ৬০টি বারকি নৌকা দিয়ে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ পাথর চোরাকারবারি রাতের আঁধারে পাথর চুরি করে নিয়ে যায়।
পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, এক বছরে সিলেট থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দুই শত কোটি টাকার বেশি।